আমাদের পরিচয়

বিশুদ্ধ জ্ঞানের পথে আমাদের যাত্রা

জ্ঞানার্জন, আমল এবং দ্বীনি দাওয়াতের মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

রাহা এইড একটি অলাভজনক উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হলো বাংলা ভাষাভাষী মানুষের কাছে সহীহ সুন্নাহ ও কুরআনের বাণী পৌঁছে দেয়া। আমরা বিশ্বাস করি, সঠিক জ্ঞানই পারে কুসংস্কারমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে।

আমাদের গল্প

যেভাবে শুরু হলো রাহা এইড এর পথচলা

২০২০ সালের শুরুর দিকে, কয়েকজন দ্বীনি ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় রাহা এইড-এর যাত্রা শুরু হয়। ইন্টারনেটে ছড়িয়ে থাকা ভুল তথ্যের ভিড়ে সহীহ এবং বিশুদ্ধ ইসলামিক কন্টেন্ট সহজলভ্য করাই ছিল আমাদের মূল চ্যালেঞ্জ।

শুরুটা ছোট পরিসরে হলেও, আলহামদুলিল্লাহ, এখন লক্ষাধিক মানুষ আমাদের প্ল্যাটফর্ম থেকে নিয়মিত জ্ঞানার্জন করছেন। আমাদের সাথে যুক্ত আছেন অভিজ্ঞ আলেমগণ যারা প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে থাকেন।

বিশ্বস্ত সোর্স
৪+ বছরের অভিজ্ঞতা
রাহা এইড টিম

৫০০+

সহীহ হাদিস

২০০+

দৈনন্দিন দোয়া

৫০+

ইসলামিক আর্টিকেল

১০k+

নিয়মিত পাঠক

আমাদের মূলনীতি

যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা এগিয়ে চলছি

বিশ্বস্ততা

আমরা সর্বদা তথ্যের সত্যতা ও উৎস যাচাই করি। সহীহ দলিলের বাইরে আমরা কোনো তথ্য প্রকাশ করি না।

জ্ঞানার্জন

ইলম বা জ্ঞানার্জন প্রতিটি মুসলিমের জন্য ফরজ। আমরা সেই জ্ঞানার্জনের পথকে সহজ করতে চাই।

কমিউনিটি

একটি শক্তিশালী দ্বীনি ভাই-বোনের কমিউনিটি তৈরি করা, যারা একে অপরকে সৎকাজে সহযোগিতা করবে।

যাদের শ্রমে এই উদ্যোগ

আমাদের উপদেষ্টা এবং কন্ট্রিবিউটরবৃন্দ

আব্দুল্লাহ আল মামুন

প্রতিষ্ঠাতা ও পরিচালক

মুফতি ইব্রাহিম খলিল

শরীয়াহ উপদেষ্টা

মোকছেদুল ইসলাম

মোকছেদুল ইসলাম

লিড ডেভেলপার

ওমর ফারুক

কন্টেন্ট এডিটর

আপনিও হোন এই যাত্রার সঙ্গী

আপনার ক্ষুদ্র সহযোগিতা আমাদের এই প্রচেষ্টাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। হোন সদকায়ে জারিয়ার অংশীদার।